★ নেহায়েত সিয়াম পালন করছি...
নচেৎ অশ্লীলতায় ভাসিয়ে দিতাম...
→ বরাবরই অনলাইনে খবর পড়ে অভ্যস্ত আমি । বিভিন্ন পত্রিকা পড়া শেষে বিভিন্ন ব্লগে ঢু মারলে ব্যক্তিগত মতামতটা জানা সহজ হয়ে ওঠে ।
→ প্রসঙ্গ রাজন হত্যা...
ফেসবুকে অধিক আলোড়িত হয় এমন কোন বিষয়ে সহজে পোষ্ট করতে ইচ্ছে হয় না...
কারণ নীতি বাক্য সবাই জানি, পালন করার মুরিদ খুব কম লোকেরই হয় ।
গুনী ব্যক্তিরা বলেন, মৃত মানুষকে নিয়ে কটুক্তি করতে নেই...
প্রকৃত শিক্ষার চরম বাস্তবতা আসলেই তাই...
কিন্তু রাজন হত্যা টপিক্সটা রাজনৈতিক খাতে চালনা করে কতিপয় সমাজসেবী বন্ধুদের দক্ষতা অসীম পর্যায়ে নিয়ে গেছেন... ( সাধুবাদ আপনাদের !!)
আমি মধ্যবিত্ত পরিবারের বেকার সন্তান, আজও নিজে স্বশিক্ষিত মনে করি...
আপনাদের বুকে বুলেট চালনার মতো নিকৃষ্ট পন্থা আমার জন্য নয়, লেখনী দিয়ে আপনাদের বুক এতটু ঝাঝরাও করতেও অক্ষম আমি ।
কারণ আপনারা পা চাটা কুকুরের অন্তর্গত, লজ্বাবোধ কম থাকাটা স্বাভাবিক...
শুধু বলি, দীর্ঘ সূত্রতায় আপনাকে অন্যের নিকট বন্ধু বনে দেওয়া, আবার একই সময়ে আপনাকে শত্রু বনে দেওয়া সময় সাপেক্ষ ব্যাপার ।
আমরা মানুষ হিসাবে একজন মানুষের খুনের বিচার চাই এতোটুকু বোঝাটায় আমার জন্যে অনেক জরুরি । খুনি কালো কি ফর্সা, হিন্দু কি মুসলমান সেটা বুঝি না;
বুঝি খুনি খুন করেছে নিরীহ নিরস্ত্র অবুঝ প্রায় শিশুকে, তার সর্বোচ্চ শাস্তি আমাদের কাম্য ।
এটা নিয়ে আমরা কোন রাজনৈতিক ক্রিড়া প্রতিযোগিতা অবলোকন করতে চাই না...
__________________________________________

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




