গ্রামঃ
কবে যাব ফিরে ? আর কি ফেরা হয় বলুন? লাল সূর্য,হাসনাহেনা সবকিছুই আগেরমতই আছে, আছে নদীর ঢেউ, অবশ্য একেবারেই যে কিছু বদলায়নি তাতো নয়,অনেক অচেনা মানুষ, গ্রামের খোলামেলা ভাবটা ক্রমশই চেপে আসছে, দিগন্ত যেন অনেক আগেই টেনে দিচ্ছে তার সীমারেখা.....
তারপরও আহারে আমার গ্রাম,চোখ জুড়ানো সবুজ, অনেক বড় আকাশ, পাখির ডানায় স্বপ্ন, এই বর্ষার নতুন জলের গন্ধ, জলের ভাজে ছোট বড় কতরকম মাছের চলাচল, একটা-দুটো কচ্ছপ কখনও বা এঁকেবেঁকে চলে চেনা সরীসৃপ....... রঙচঙে বা নিকষ কালো। হিম হয়ে আসে শরীর। তবু ভাল লাগে.....জলের ভেতর জীবনের চলাচল। আর ভেজা বাতাস........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




