একটা পাহাড়ী বাংলো, চাদরের ঘোমটা,হাতে ধোঁয়া তোলা মগ, অনেক নিচে সবুজ, মাঝে রূপোলী স্রোতের সবই অস্পষ্ট, না দেখা জায়গার স্বপ্ন....পাহাড়ী ঝর্ণায় স্নানের আনন্দ অচেনা তবু সেই উৎস থেকে ছোটা নদী ডাকে.....
ডাকে আছড়ে পড়া ঢেউ, প্রবাল দ্বীপের আলো আঁধার,মাতাল বাতাস... এই সব স্বপ্নের হাতছানিতে কেটে যায় কত দিন রাত ............ তারপর .... একদিন খবর আসে.... সেই স্বপ্নেরা কোথায় যেন হারিয়ে গেছে... আর ফিরবে না কখনো..........
ভোরগানের কি শুরু শেষ হয়?.. কেউ কখনো বলতে পারে .. কখন আলো ফোটে??............ সে তো সঙ্গীত........... বিস্তারেই তার সৌন্দর্য........... এমনি কেটে দিলে হত্যা করা হয়....... স্বপ্ন হত্যার অপরাধে কারো সাজা হয়? হয় না জানি...
যে পাখি যাযাবর... যে পাখি উড়ে যাবে, তাকে যেতে দিতে হবে জানি... তবু ভর করে কষ্ট।
যা বিহঙ্গ...যতদূর যেতে পারিস তুই.......... পড়ে থাক শূণ্য খাঁচা,খাঁচায় তোর বসার আসন, দানার বাটি.... তোর মায়া........
যদি সেই সুদূরে মনে পড়ে এক টুকরো স্বপ্ন ছিল কোথাও তোকে ঘিরএই..... ফিরিস এই চেনা ঠিকানায়............
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




