


Diaphragm ডায়াফ্রাম লেন্সের ভিতর দিয়ে আলো কম বেশী প্রবেশ করানোর পরিমান নিয়ন্ত্রন করিয়া সঠিক মাত্রার আলো লেন্সের মধ্য দিয়ে ফ্লিম বা সেন্সরের উপর ফেলে যাহাতে সঠিক এক্সেপোজ হইয়া কাঙ্খিত ফটোগ্রাফ লাভ করা যায়। যদি ডায়াফ্রাম বেশী উম্মুক্ত হইলে আলো বেশী পরিমানে প্রবেশ করিবে আর অল্প উম্মুক্ত হইলে অল্প পরিমানে আলো প্রবেশ করিবে। যখন ডায়াফ্রাম বেশী উম্মুক্ত হইলে শুধু ফোকসকৃত পরিস্কার ছবি পাওয়া যায় আর অল্প উম্মুক্ত হইলে ফোকাসকৃত বস্তুর সামনে এবং পিছনে পরিস্কার ছবি পাওয়া যায়। লেন্সের ডায়াফ্রাম ক্যামেরার শার্টার এর সাথে যুগপত্ভাবে ক্যামেরা আলোক নিয়ন্ত্রন করে সঠিক এক্সপোজ করতে সাহায্য করে।
PERSPECTIVE পার্সপেকটিভ – মানুষ তাহার দুইটি নয়ন দ্বারা ত্রিমাত্রিক দৃশ্যাবলী অবলোকন করে কিন্তু লেন্স দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরী করে অন্য মাত্রটি গভীরতা যা প্রতিবিম্বের আকার ও পজিশনের উপর ভিত্তি করে অনুভূত হয়। পার্সপেকটিভ এর মাধ্যমে এই তৃতীয় মাত্রা প্রকাশ পায় যে ভাবে আমরা চোখ দিয়ে দেখি। ভাল পার্সপেকটিভে বস্তু বাস্তবে যেভাবে দেখি সেভাবেই দেখায়।
আমরা জানি ওয়াইড এঙ্গেল লেন্স অনেক জায়গা কভার করে অধিকাংশ ফটোগ্রাফার এটা ব্যবহার করে অনেক জায়গা বভার করার জন্য আবার বেশী ফোকাল লেংথ বিশিষ্ট লেন্সে বস্তুকে কাছে নিয়ে আসার সাখে দৃশ্যমান জায়গার পরিমানও কমিয়ে দেয়। বিভিন্ন ধরনের ফোকাল লেংথ ব্যবাহার করে আমার পার্সপেকটিভ নিয়ন্ত্রন করতে পারি। মনে রাখা প্রয়োজন পার্সপেকটিভ কিন্তু লেন্সের ফোকাল লেংথের উপর নির্ভর করে না। ফোকাল লেংথ ক্যামেরা ও বস্তুর দূরত্ব বিষয়ক এবং প্রতিবিম্বের আকার বিষয়ক কাজে লাগে। কিন্তু বিভিন্ন ধরনের ফোকাল লেংথ এর লেন্স ইউজ করে প্রতিবিম্বের আকার ছোট বড় করে আমরা আদর্শ পার্সপেকটিভ পেতে পারি।
নীচের দুইটি ছবি দেখ -
এই ছবিতে ব্রীজটিকে অনেক দূরে মনে হইতেছে - ১২মিমি লেন্স

৩৫মিমি লেন্স

১০০ মিমি

২০০মিমি লেন্স

সঠিক ফোকাল লেংথ নির্বাচন তোমাকে একটি বাস্তব পার্সপেকটিভ দান করিবে ।
কয়েকটি পার্সপেকটিভ ফটোগ্রাফি দেখি ..
linear perspective photography


one point perspective photography


2 point perspective photography


three point perspective photography


atmospheric perspective photography


different perspective photography



aerial perspective photography


extreme perspective photography




সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


