সাগরের মাঝে বসিয়া কেন পিয়াসে তৃষ্ঞার্ত মন
অগ্নি লাবার মাঝেও কেন ধরিছে শীতের কাঁপন।
ফুলে ফুলে সুশোভিত মালির বাগানের সকল চারা
নাম নাজানা সেই ফুলটি মালি খুঁজে হচ্ছে দিশেহারা।
শত শত ফুল, কলি সারাদিন মালি তুলে নিজের হাতে
ভাল লাগা সেই ফুলের অভাব একটুও ঘুঁচে যদি তাতে।
অবশেষে দিন শেষে অসহায়, নিরুপায় ব্যথিত হৃদয় জিজ্ঞাসে
যে গিয়াছে চলি বক্ষ বেদিয়া হৃদয় চিড়িয়া তার লাগি কেন মন কাঁদে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




