আমি ফেইসবুকের নতুন সদস্য।ফেইসবুকের ব্যবহার সম্পর্কে খুবই সামান্য ধারণা আছে।কিছু জিনিস জানা আছে যেমনঃ-
১.আমি আমার পোস্ট বা মন্তব্য দিতে পারব।আবার মন্তব্যিডিলেটও করতে পার।
২.পোস্টের সাথে ছবিও শেয়ার করতে পারব।ছবি ইমেইল হতে, লোকাল মেশিন হতে অথবা ওয়েবকেমের মাধ্যমেও নেয়া যাবে।
৩.ব্যক্তিগত এলব্যাম তৈরি করা যাবে।
৪.প্রোফাইল এ্যাড, এডিট ও ডিলিট করা যাবে।
৫.ফ্রেন্ডস ইনভাইট করা যাবে।
৬.এক বা একাধিক ফ্রেন্ডেকে একই সাথে মেসেজ পাঠানো যাবে।
৭.সেটিংস্ থেকে বিভিন্ন প্রকার কন্ডিশন এপ্লাই করা যাবে।
৮.গ্রুপ করতে পারি।
এইসব ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাই।যেমন গ্রুপ কিভাবে মডারেট করতে হয়।এডমিন কিভাবে বানাতে হয়।নিজে একাধিক গ্রুপের মেম্বার হলে সহজে কিভাবে তা কন্ট্রোল করব।আরও যা যা নতুন ফিচার আছে।
দয়াকরে যে যা যা জানেন, জানাতে ভুলবেননা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




