ইসির পূনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে অনেক 'জ্ঞানী ব্যাক্তি' আগেই বলেছিল এটি একটি পাতানো খেলা এমন কি খেলায় অংশগ্রহণকারী বিরোধী দলও এ দাবী করেছিল। আলোচনায় ২৪টি দল অংশ নেয়। আলোচনার উদ্যোক্তা সকলের মুরুবি্ব মাননীয় প্রেসিডেন্টের কাছে ১১টি দল তত্বাবধায়ক পদ্ধতি পূনর্বহালের দাবী বা অনুরোধ করেন এবং ৬টি দল সার্চ কমিটি কঠন করে ইসি পূনর্গঠন করার দাবী তুলেন।
আলোচনা শেষে প্রেসিডেন্টের দপ্তর থেকে সার্চ কমিটির জন্য মন্ত্রী পরিষদে পাঠানো প্রস্তাব দেখে এখন সেই জ্ঞানী ব্যাক্তিগণ যারা এ আলোচনাকে আগেই পাতানো খেলা বলেছিল তারা হয়তো বুক ফুলিয়ে শার্টের কলার টেনে বলছেন আমাদের ধারণাই তো সত্য হলো। অর্থাৎ সার্চ কমিটির প্রস্তাবটি আগেই তেরী ছিল। আলোচনা ছিল লোক দেখানো মাত্র এবং সে জন্যেই বোধহয় কিশোরগঞ্জের রত্ন সৈয়দ আশ্রাফ বলেছিলেন, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দিবে আমরা তাই মেনে নিবো!
সংলাপের নামে রাষ্ট্রের পতি বা স্বামী একটি পাতানো খেলা খুব সুন্দরভাবে জাতিকে উপরহার দিয়েছেন যা দেখে কেউ কেউ মুখ গুঁজে মুচকি হাসছেন আবার কেউ কেউ কোর্টের বল মাথায় নিয়ে 'কঠিন' খেলা দেখাচ্ছেন আর জাতি তা দেখে সুখের 'তিতা' ঢেঁকুর তুলছেন। অভিজ্ঞ খেলোয়াড়গণ পাতানো খেলায় অংশ নিয়ে ঠিক করেছেন নাকি ভুল করেছেন এবার খাতা-কলম সমেত তার হিসাব কষছেন।
মাঝে মাঝে ভাবি এতো সুন্দর একটি দেশে এমন নোংড়া খেলোয়াড়দের এতো কদর কেন? ধাপ্পাবাজ-চাপাবাজ-রংবাজ আর দুনর্ীতিবাজরা আর কতোদিন আমাদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলবে? হিংসা-বিদ্বেষ আর কাঁদা-মাখামাখির খেলা দেখতে দেখতে জীবন সায়াহ্নে দাড়িয়ে রেখে যাওয়া 'বাচ্চাদের' কথা ভেবে শিউরে উঠি! বড় হয়ে ওরা কি আরো খারাপ খেলোয়াড়দের খপ্পরে পড়বে নাকি 'সিন্দাবাদের' মতো কেউ তাদেরকে উদ্ধারের জন্য এগিয়ে আসবে?
রাষ্ট্রপতির প্রস্তাব প্রেসিডেন্টের কোর্টে বল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


