আমার সীতা হরন হয়ে যাচ্ছে ধীরে
আধুনিক রাবনের হাতে
আক্ষেপ ভরা এই লোমশ বুকে
কষ্টেরা উল্লাসে মাতে।
মুঠোফোনে ক্ষুদে বার্তায় কিছূ নির্লজ্জ মিথ্যেচার
রাত জেগে প্রেমিকার নিঃস্বার্থ গলাবাজী
শুধু তোমার কন্ঠস্বরের কাছে আমি নস্যি বালক
যা বলতে চুপচাপ তাতেই ছিলাম রাজী।
তোমার গলায় আজ যত্নে ঝোলে রাবনের উপহার
বুকের ভাজে দোলে...
গুরু আমিতো মিলিনি প্রেমিকার সাথে ঠিক-ই
তবু শান্তি পাই নি, পাই নি, পাই নি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




