রোদ জ্বলা জোছনায় চোখ জ্বলা হাসিতে
আমি শুধু দেখিনা কিছু দেখিনা
বর্ষার নোনাজল চোখ দুটো ছলছল
আমি শুধু কাঁদিনা একটুও কাঁদিনা
লাল নীল রঙ গুলো লাল নীল রয়ে যায়
আমি শুধু দেখি না কিছু দেখি না
সূর্যের সোনা রঙ তোমার হাসিতে
আমি শুধু বুঝি না কিছু বুঝি না
আমি সবুজের রঙ চোর মেঘ নীল অন্ধ
আমি কার্নিশে বসে থাকা বিবাগী ম্যাগপাই
আমি ফুটে থাকা শিমুলের ধুসর পোট্রেট
আমি জোনাকির মিছিলে তোমাকে পেতে চাই
আমি কেটে যাওয়া ঘুরির মত কার আকাশে উড়ি
জান সুতো নাটাই তোমার হাতে, ও রক্ত গোলাপ কুঁড়ি
গোলাপ নাহয় লাল হয়ে থাক
পরীটি থাকুক ভাল
তাই আমি নাহয় বামনই থাকি
চাঁদেই থাকুক আলো ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




