মফিজ সাহেব তার কোটি টাকার পাজেরো জিপ চালিয়ে হাইওয়ে ধরে ছুটে চলছেন। ঢাকা শহরের কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে তিনি হাঁপিয়ের উঠেছেন ইদানিং। তাই শান্তির খোঁজে ঢাকা ছেড়ে বেড়িয়েছেন। আপাতত যাচ্ছেন চট্রগ্রাম। সেখান থেকে যাবেন পাহাড়ি এলাকায়। কিছুদিন আগে তিনি পত্রিকায় পড়ছেন, ওখানে নাকি এখন কিছু মানুষের কল্যাণে শান্তিধারা বিরাজ করে চিরবহমান স্বর্গীয় নদীর মত।
মুত্র ত্যাগ করার জন্য হাইওয়ের পাশে গাড়ি পার্ক করলেন তিনি। গাড়ি থেকে নেমে বঙ্গ দেশের প্রাকৃতিক সৌন্দর্যের সুধা পান করতে করতে হটাৎ লক্ষ্য করলেন পাগল টাইপ এক লোক ক্ষেত ছেড়ে রাস্তার উপর দাড়িয়ে আছে। কাকতারুয়ার মত দাড়িয়ে আছে, কিছুই করছে না, কোন কিছুর দিকে তাকিয়েও নেই। শুধু দাড়িয়েই আছে।
মফিজ সাহেব অবাক হলেন। আগ্রহ নিয়ে, নিজ থেকে এগিয়ে জিজ্ঞেস করলেন,
'ভাই, আপনি দাড়িয়ে দাড়িয়ে কি করছেন?'
লোকটি উত্তর দিল, 'নোবেল প্রাইজ জেতার চেষ্টা করছি।'
মফিজ সাহেব কিছুটা অবাক হলেন, ধাঁধায়ও পড়লেন বটে। তারপরও জিজ্ঞেস করলেন, 'কিভাবে?'
'আমি শুনেছি তাঁদেরকেই নোবেল প্রাইজ দেয়া হয় who are out standing in their field!'
মফিজ সাহেব বুঝতে পারলেন না। মনে মনে বললেন, 'পাগল ছাগলে দেশ ভরে গেল।' মুত্রথলির চাপে আর কিছু জিজ্ঞেস করলেন না তিনি। আরাম করে গাছের গোঁড়ায় মুত্রত্যাগ করলেন। তারপর আবার রওনা হলেন শান্তির উদ্দেশ্যে, পাহাড়ের দেশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




