
তোমার শীতগ্রস্থ শরীরের মৌলিক অধিকারসমূহ
তরজমা করে যাই আমার নিজস্ব পরিভাষায়,
শব্দের গহীন থেকে উঠে আসে এক প্রবল জলধারা...
আমি দেখি, প্রেমিকার মত কোমল কুয়াশায়
ঢেকে আছে চারিপাশ; নিষিদ্ধ পুরাণের পাতারুপে!
এখন তুমি বুঝে নিতেই পারো
ফেলে আসা সবগুলো শীতসকালের খতিয়ান
চাদরের স্পর্শে লুকিয়ে থাকা কোনো হারানো গল্প
চাইতেই পারো কুয়াশাভেজা মেঠোপথের গন্ধ
এখনো বেঁচে আছে যা মৃতপ্রায় ঘাসের ছায়ায়
অনেক ঋতুপরিবর্তনের স্বাক্ষী হয়ে!
এখন তুমি নির্দ্বিধায় চাইতে পারো
প্রেমাহত কোনো অপমিতের চামড়ায় বোনা
তোমার ফেলে দেয়া অধররঞ্জকে উল্কি আঁকা
চমৎকার মূল্যময় উষ্ণ পোশাক!
পোশাকের ভেতরেই লুকিয়ে থাকে অনেক পোশাক
মুখোশের আড়ালে মুখোশ - মানুষের গভীরে মানুষ
নগণ্য অনুবাদক আমি তার কতটুকুন ই জানি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




