মূল পোস্ট View this link
একবার এক প্রফেসর বিহাভিওরাল সাইয়েন্স পড়াতে গিয়ে গিয়ে একটি ঝিঝি পোকা (ক্রিকেট) রাখলেন টেবিলে। তারপর টেবিলে জোড়ে থাপ্পর মারলেন, ফলে সাথে সাথে পোকাটি লাফ দিয়ে উঠল। তারপর তিনি পোকাটি হাতে নিয়ে পিছনের একটি পা ছিড়ে ফেললেন। এবার আবার জোড়ে টেবিল এ থাপ্পড় দিলেন, দেখা গেল পোকাটি লাফদিতে না পারলেও একপাশে কোন রকম কাত হয়ে পড়ে গেল। অবশেষে তিনি পোকাটির পিছনের অপর অপর পা ও ছিড়ে ফেললেন এবং টেবিলে রেখে আবারো থাপ্পড় দিলেন কিন্তু পোকাটি এবার আর জাম্প দিতে পারেনি। ক্লাসের সবচে' ভাল ছাত্রটিকে জিজ্ঞেস করলেন, বল এইমাত্র যা দেখলাম এটা দেখে কি বুঝলা?
ছাত্র উত্তর দিল (মনে মনে)-- স্যার আপনি যে পাগল হয়ে গেছেন তা সুন্দরভাবে বুঝাতে সক্ষম হয়েছেন।
ছাত্রদের কাছে পরে নিচের ৩টি প্রশ্ন ছোড়ে দেয়ে হল---আপনাদের কাছে জিজ্ঞাসা হল, নিচের কোনটি সত্য?
প্রশ্নঃ
১. পা বাদে ঝিঝি পোকা লাফাতে পারেনা
২. ভয়ে ঝিঝি পোকাটি প্যারালাইজড হয়ে গেছে
৩. ঝিঝি পোকা পা বাদে শোনেনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




