পাঠকই লেখক: ভদ্র ছেলেদের কিছু কমন বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যায়, তারা নিম্নরূপ:
ভদ্র ছেলেদের কিছু কমন বৈশিষ্ট্য!
১। ভদ্র ছেলেরা কখনোই সিগারেট খায় না, তবে তাদের বন্ধুরা খায় । তারা অবশ্য বন্ধুদের সিগারেট খেতে মানাও করতে পারে না।
২। ভদ্র ছেলেরা রাস্তাঘাটে মেয়েদের দিকে খুব একটা চোখ তুলে তাকায় না , অবশ্য বেজায়
সুন্দরী হলে একটু-আধটু তাকায়। কিন্তু তাদের বন্ধুদের সাধারণত এক্ষেত্রে ব্যাপক পারদর্শীতা থাকে ।
৩। ভদ্র ছেলেরা পর্ণো দেখে না, কিন্তু কোনদিনই দেখেনি তা অবশ্য হলফ করে বলা যাবে না ।
৪। ভদ্র ছেলেরা সাধারণত রাত জেগে ফোনালাপে মগ্ন থাকে না, তাদের আবার পরদিন স্কুল/কলেজে/ভার্সিটি যাবার তাড়া থাকে তো !
৫। ভদ্র ছেলেরা ফেসবুকে মেয়েদের অযথা বিরক্ত করে না। নিতান্ত আকর্ষণ না থাকলে কাউকে নক করে না ।
৬। ভদ্র ছেলেরাও একটু-আধটু গালি জানে। তবে তারা সচরাচর ওসব বলে বেড়ায় না। হুম ! বুঝতে হবে।
৭। গার্লফ্রেন্ড থাকলেই যে আপনি অভদ্র-অসভ্য হয়ে যাবেন তা কোন পুস্তকে লেখা আছে শুনি !
৮। বলা বাহুল্য, অনেক ভদ্রছেলেরাই টুকটাক গল্প-কবিতা-গান লিখে থাকে। এটা তাদের ফ্যাশন নয়, প্যাশন !
৯। কোন মেয়ে প্রেমের প্রস্তাব নিয়ে এগিয়ে এলে ভদ্র ছেলেরা আবার 'না' করতে পারে না। ইনফ্যাক্ট তার বেশ মানবতাবাদী তো তাই!
১০। ভদ্র ছেলেরা সাধারণত বয়েজ স্কুলের ছাত্র হয়ে থাকে। এই কারণেই তারা উল্লেখযোগ্য হারে প্রকৃতিপ্রেমী হয়ে থাকে। তবে অনেকের বেলাতেই খানিকটা ব্যাতিক্রমধর্মী দৃশ্যপটও
পরিলক্ষিত হয়।
১১। ভদ্র ছেলেরা বেশ সাহায্যপ্রবণ হয়ে থাকে। বাচ্চা, নর কিংবা নারী সকলেই নির্বিশেষে তার
সাহায্যের শিকার হয়!
১২। ভদ্র ছেলে মাত্রই কিউট, কিউট এবং কিউট। ব্যাপারটা দিবালোকের মতো পরিষ্কার।
লেখক: তানভীর মাহমুদ অনিক
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




