দেবতার অভিশাপে টানে সে তো ঘানি
কলুর বলদ সে যে চিনি তারে চিনি।
আর কিছু নেই তার
আছে শুধু ব্যাথাভার
কি আছে হারাবার, কি'বা হবে ঋণী?
কলুর বলদ সে যে চিনি তারে চিনি।
চারিদিকে জীবনের জমে আছে গ্লানি
অবহেলা অপমান দেয় হাতছানি
এ জীবনে কভু তার
নেই কোন অধিকার
টানিতে হবে ভার ভবে চিরদিনি।
কলুর বলদ সে যে চিনি তারে চিনি।
তেমনই বাঁধা আছি আমি একজন
ঘানির সাথে বাঁধা জীবন আর মন
অনাগতকাল ধরে
সংসার ঘানি ঘোরে
ঘানি টানি জোরেশোরে আমি সারাক্ষণ।
কলুর বলদ যেন আমি একজন।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




