কিশোরীর অশান্ত মন দুরন্ত শরীর
যৌবনের আনাগোনা করে থাকে ভীড়,
কোন এক অদ্ভুত সুখ সম্মোহনে
বিচিত্র আচরণ করে প্রতি ক্ষণে,
প্রথম অনুভুতির তীব্র অনুভব
রঙ রস ভালোলাগা পূর্ণ করে সব।
অনাবিল চঞ্চলতা খুশির ঝলক
অকারণ হাসি আর উদ্ভট শখ
কৈশোর ও যৌবনের উষ্ণ সন্ধিক্ষণ
বিষ্ময়কর অদ্ভুত স্বপ্নের মতন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



