এ যেন উৎসব জীবনের তরে
একবাটি অন্ন যদি থাকে ভাঙ্গা ঘরে,
অমৃত যেন লাগে, হোক তাহা বাসি
আনন্দ উল্লাসে ভরা থাকে হাসি।
যখন অনাহারে কাটে দিনকাল
ক্ষুধার ক্লান্তি নিয়ে আসিলে সকাল-
শিশু ছুটে মা'য়ের কাছে নিয়ে থালাবাটি
খাবার না জোটে মুখে, পিঠে পরে লাঠি।
এমনি ক্ষুধার রাজ্যে যদি বা হঠাৎ
সামনে এসে পরে এক থালা ভাত,
ভুবন ভুলানো হাসি তৃপ্ত মুখখানি
সারা পৃথিবী খুঁজে পাবে না তা জানি।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



