মিছে মায়া ছায়ার মতো সঙ্গে থাকে
আমায় কেন বিনে সুতোয় বেঁধে রাখে?
পারিনে তার বাঁধন ছিড়ে দুরে যেতে
সেই মায়া'তে আপন খেলায় রইনু মেতে।
যেথায় বেদন গোপন রহে আপন মনে
সেথায় কেন নিত্য আমায় মায়া'য় টানে।
মিছে আশায় ভালোবাসায় কেন হারাই
অকারণে মায়ার বাঁধন কেন জড়াই।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



