বিগত দিনের স্মৃতি মনে করে ভীড়
স্মৃতি মন্থন মন অকারণ হয় অস্থির
সোনালী সোনালী দিন যাহা গেছে পিছে
সে সব-ই অমৃতময়, বর্তমান মনে হয় মিছে।
অনাগতকাল যাহা হয়ে যায় অতীত
রঙিন বসন্ত আর কনকনে শীত -
হেমন্তের কুয়াশা, ঝরঝর বর্ষার জল
মধুময় মনে হয় অতীত সকল।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



