এক দিন একজন আস্ত্র ধারি খারাপ লোক আমার চৌখের সাম্নেই আমার মার সাথে খারাপ ব্যবহার করল। মার চুল ধরে তাকে মাটিতে ফেলে দিল। তার পরনের শাড়ি ছিরে ফেলল। তার স্লিলতাহানির হানি করল। আমার নিরসত্র বাবা ও ভাই ঐ লোকটির উপর আক্রমন করলো কিনতু তারা ঐ আস্ত্র ধারি খারাপ লোকের গুলিতে শহীদ হল। আমি শিশু তাই শুধু দেখা ছাড়া আমি আর কিছুই করতে পারি নি। আমার মা জীবন্ত শরীর কিন্তু মৃত আত্বা নিয়ে বেচে রইলো।
বহু কাল কেটে যায়০০০০০০০০০০০০
আমি আমার অতীত ভুলে যাই০০০০০০০০০০০০০
সেই আস্ত্র ধারি খারাপ লোকের ছেলে বড় হয়। তার এবং তার পরিবারের সাথে আমার সখ্যতা গড়ে উঠে। তার আননদে আমি খুশি হই, মিশ্টি বিলাই।
তার বেদনায় আমিও সমান কষ্ট পাই। আর আমার দূঃখীনি মা চৌখের জল মুছে।
আমি কেমন সন্তান? আমার কি করা ব্যবহার করা উচিৎ ঐ আস্ত্র ধারি খারাপ লোকের ছেলে বা খারাপ লোকের সাথে?
========আমার কি উচিৎ পাকিস্তান কে সামরথ করা যে আমার মার সাথে ঐ একি ব্যবহার করেছে, যে কি না আজ পর্যন্ত আমার মার নিকট তার কৃত কাজের জন্য ক্ষমা চায়নি
=======আমি কিভাবে তাকে সমরথন করি?
=======আম্র বুক কি একবারের জন্যও কেপে উঠে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



