বাংলাদেশে ভ্যান্ডালিজমের রকমফের হচ্ছে হরতাল বা মিছিলের সময় গাড়ী ভাঙা বা পোড়ানো। এই ব্যাপারটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল আমাদের দেশের কতিপয় বিপ্লবী স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনের চুড়ান্ত মূহুর্তে। প্রচুর গাড়ী পুড়িয়ে দেশের অনেক সম্পদ নষ্ট হয়েছে তখন, এখনও হচ্ছে।
সেতো গেল দেশের অস্থিতিশীল সময়ের কথা। এইতো শান্ত বালির্নে গত রাতে তিনটি মহল্লায় 10টি গাড়ী পুড়িয়ে দেয় কতিপয় দুবৃত্ত । রাস্তায় হঠাৎ দেখা যায় বাসস্ট্যান্ডের বিশাল কাঁচ ভেঙে চুরচুর। জার্মানীতে ভ্যান্ডালিজম ঠেকাতে নিত্য নতুন আইন হচ্ছে।
এখন দেখা যাক কেন ভ্যান্ডালিজম ঘটানো হয়। এ কাজগুলো করে থাকে অধিকাংশ সময়ই যুবক শ্রেনীর লোক। তারা তাদের এই মনোবৃত্তিকে সাব-কালচার বা উপসংস্কৃতি হিসাবে দেখে। উদাহরনস্বরুপ ব্রিটেনের [link|http://en.wikipedia.org/wiki/Happy_slapping|n
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



