কিন্তু এই বিস্ফোরনে বড় এক ক্ষতি হয়ে গেল। ক্ষতিগ্রস্ত মানুষ একটি নয়। সহসা সবার সামনে সত্য ঘোমটা উন্মোচন করে দাড়িয়ে। সত্য যে আগুনের মত নির্মম, শুধুই পোড়ায়।
আমিও তো রবীন্দ্রনাথের মত বিশ্বাস করতে চেয়েছি যে "মানুষে অবিশ্বাস করা পাপ।" কিন্তু একই আগুনে জ্বলা সাথী বলছে অবিশ্বাস্য সব কথা। এরপর সেই বিস্ফোরন । লাভার স্বরুপে ধ্বংসলীলা শুরু। লাভাকে যে মাটির গভীরে বেধে রাখা যায় না। লাভার গন্তব্য সে নিজেই জানেনা। সে যে জ্বালায়, পোড়ায়; নিজে জ্বলে।
লাভাতে কি বিশ্বাস রাখা যায় এরপর?
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




