তুমি মুঠোফোনে ডাকবে আমায়
এজন্য সব তারাদের ছুটি দিয়েছিলাম
মেঘকে বলেছিলাম জোছনাকে ঢেকে দিতে
ঝিঁ ঝিঁ পোকাড়া আবহ সংগীতের
জন্য প্রস্তুতি নিচ্ছিল টি এস সি তে
অন্ধকার প্রস্তুত ছিল পৃথিবী থেকে
আমাদেরকে আড়াল করে দিতে
কিন্তু বৃষ্টি এসে জানান দিল
তুমি আজ আমার কাছ থেকে
অনেক অনেক দূরে০০০০০০০০০০০০০০০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




