গার্মেন্টস কর্মীরা আন্দোলন করছে, বেতন বৃদ্ধির দাবীতে। যদিও সরকার থেকে বলে দেওয়া হয়েছে জানুয়ারী থেকে বেতন বৃদ্ধি করা হবে, তারা সেটা মানছে না, তারা চায় নূন্যতম বেতন হবে ২০,০০০ টাকা। তাদের দাবী দ্রব্যমূল্য বেড়ে গেছে। এই হাহাকারেই বেতন বাড়িয়ে নিতে চায়।
কিন্তু দ্রব্যমূল্য বেড়ে গেলে তোরা হ্রাসের জন্য আন্দোলন কর, বেতন বৃদ্ধির জন্য কেন করবি? এদেশের মানুষ জেনে গেছে, যেটার দাম একবার বাড়ে সেটা আর কমে না।
গতপরশু গাজীপুর কোনাবাড়িতে পুলিশ আর গার্মেন্টস কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গতকাল দেখলাম প্রতিটি গার্মেন্টেসের সামনে পুলিশ মোতায়ন করা হয়েছে। আজ পুলিশ ও গার্মেন্টস কর্মীদের মধ্যে ইট-পাটকেল ও টিয়ারসেল ছুড়াছুড়ি হচ্ছে।
সরকার এই সামান্য গার্মেন্টস কর্মীদেরকেই ছাড় দিচ্ছে না, সামান্য গন্ডগোলের লক্ষ্মণ দেখে। বিএনপি এখানে আশা করছে, সরকার তাদের জন্য লাল গালিচা বিছিয়ে দেবে, বিদ্রোহের জন্য। তারা অতি আরামে হেটে গিয়ে সরকার কে ফেলে দিয়ে গদিতে বসবেন, আর সরকার তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নিবে।
এতটা ছেলেমানুষী কেউ হতে পারে! যারা স্বপ্ন দেখছেন বিএনপি এসে এই জালিমের জাহান্নাম থেকে দেশের মানুষকে উদ্ধার করবে, তারা শুয়ে পড়ুন। গোফে তেল দেবার কোন প্রয়োজন নেই, গাছে এখনো কাঠালের মুচিও আসেনি। আসবেও না।
আমি আওয়ামীলীগের হাতেই সবকিছু ছেড়ে দিয়েছি৷ তারা মারলেই মরি, বাঁচালেই বাঁচি। জাহান্নামে ও তো আমাদের অনন্তকাল বেঁচে থাকতে হবে, অজস্রবার মরতে হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




