নিজের কঙ্কাল বয়ে নিয়ে বেড়াচ্ছি
জঙ্গাল ফেলবার মত উপযুক্তই বটে, এই শহর।
জীবন্ত লাশ গুলো থেকে বেড়চ্ছে পচা গন্ধ
প্রতি রাতেই চলছে ময়নাতদন্ত,
খুনী কে? প্রিয়তমা নারী, নাকি রাষ্ট্র?
বিশ্বাস ঘাতক ঠোঁট, নাকি স্বৈরতন্ত্র?
বুকের কাটা ছেড়ায় হৃদয়ের ব্যবচ্ছেদ
শবদেহের মিছিলে কে করে শোক!
নিজের কঙ্কাল বয়ে নিয়ে বেড়াচ্ছি
জরাজীর্ণ হাড় গুলোয় চেয়ে আছে শেয়ালের পাল
বুকের উপর ঘাপটি মেরে আছে শকুনের দল।
আমার তো জানাজা হয়নি
বুকের ভিটায় কে গড়ে বসতি?
কে খাওয়ায়, নাওয়ায়, ঘুম পাড়ায় অযত্নের শরীর!
নিজের লাশ বয়ে নিয়ে বেড়াচ্ছি
এই শহরে জায়গার দাম অনেক বেশী।
চাদের রুপের দাগেই কলঙ্কিত শহর
মুখের উপর থেকে খসে পড়ছে মুখোশ
বড্ড অচেনা লাগে নিজেরি পরিচিত হাড় গুলো।
নিজের কঙ্কাল বয়ে নিয়ে বেড়াচ্ছি
তবুও যদি কোনদিন, কোন কুক্ষণে আমার দাফন হয়
এফিটাপে লিখে রেখো
"এক জোড়া চোখের তীক্ষ্ণতায় বধ হয়েছি।"
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




