নতুন যারা ফটোগ্রাফি শুরু করতে চায়, তাদের জন্য দরকারী ১টা টিপস হলো প্রফেশনাল ফটোগ্রাফারদের তোলা সুন্দর ছবি গুলোর বিভিন্ন সেটিংস সম্পর্কে জানা। এই জন্য Flickr হল সবচাইতে ভালো জায়গা যেখানে ছবির সব তথ্য দেওয়া থাকে।
আপনি চাইলে আপনার pc থেকেই এক ই তথ্য জানতে পারেন।
ছবি সম্পর্কিত সব তথ্য(camera model, aperture, focal length, exposure, flash )কে একত্রে Exif (Exchangeable image file format) ডাটা বলে।সাধারনত xp তে ছবির properties থেকে এসব তথ্য পাওয়া যায়। যদিও সব তথ্য সেখানে থাকে না। একি সাথে সব তথ্য সহজে পাওয়ার জন্য আছে Exif Reader নামে ছোটো ১টা সফটওয়ার। ডাওনলোড করুন এইখানে ।

ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




