আজ ব্লগে ফুটবল নিয়ে শান্ত


মিছে আবেগীয় উত্তরজনা নেই ----


আজ দুই শত্রু আরজেন্টিনা ও ব্রাজিল (দুই হারূ পাটি) ভাই ভাই


এত দিন ছিল আমাদের মিছে আবেগের বহিঃ প্রকাশ..


এতো আয়জন ,সারা দেশ জুরে হাজার হাজার টাকা নাহ্ লক্ষ টাকার পতাকা।


দুই দলের সাপোটারের মারা-মারি, সরকারি ও পাবলিকের সন্পদ নস্ট,


আমরা বাংগালীরা বেশী বেশী আবেগী


এই আবেগই আমাদের কাল - আমাদের উন্নয়নের বাধা।


আমরা এখনো চিন্তা করতে শিখেনি-


সুধু অপরের কথায় নাচি..।


এখন অনেক ব্লগের চায় পতাকা সরাতে বা বদলাতে ...


নিজ ব্লগে গিয়ে -আপনার ব্লগ দেখুন --পৃস্টায় গেলে বামে পছ্ন্দের দল ঠিক করতে পারবেন। কোনো দল নয় দিলে পতাকা চলে যাবে।


সুভ ব্লগিং,




