নির্দলীয় গণমঞ্চ খুলনা শিববাড়ী চত্তর বাঙালীদের দখলেই আছে, পাকিস্তানি দল জামাত-শিবিরের ৮ নম্বর হামলা ঠেকিয়ে। ওরা আমাদের ওপর দুই দিকথেকে হামলা করছে, এখন নতুন কৌশলে, ছোটো ছোটো এসল্ট টিম গঠন করে। পুলিশ আর জনতাই ঠেকাচ্ছি ওদের।
বায়তুল মোকাররমের নামাজের যায়নামাজে জামাত-শিবির আগুন দিয়েছে শুনে একটা ছোটো দল করে কয়েকজন বর্ষীয়ান মুসল্লী এসেছেন লাঠিসোটা নিয়ে - মুনাফেক ঠেকাতে। আমাদের পাশে দাঁড়িয়ে লড়ছেন ওঁরা।
বাইরের খবর জানি না, শুনেছি মহল্লায় মহল্লায় জনতাই ছত্রখান করে দিচ্ছে শিবিরের মিছিল। একজন জানালেন কয়েকজন মা ছাদে উঠে গরম পানি ছুঁড়ে প্রতিহত করেছেন কয়েকটা শিবিরের মিছিল।
আমাদের বোনেরা প্রথম হামলা শুরু হতেই কোমরে ওড়না বেঁধেছেন হাতে লাঠি নিয়ে।
ইন্ডিপেনডেন্ট চ্যানেল ভুয়া খবর দিয়েছে, সাংবাদিককে ফোন করেছিলাম - নম্বর বন্ধ।
আমরা প্রস্তুত হচ্ছি শুয়োরদের পরের হামলা ঠেকাতে।
ভাসা ভাসা খবর পেয়েছি আমাদের মানসিকতার একজন নাকি ওদের হাতে মারাত্মক ভাবে আহত - এখনো কনফার্ম না নিউজটা।
তবে আমরা মাটি ছাড়বো না।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




