বিনিদ্র গভীর রাত্রিতে--
প্রশান্তির ঘুম সমগ্র সত্তার নিবিড়,
কুয়াশার চাদরে ঢাকা
বাইরে শব্দহীন পৃথিবী
অমাবশ্যার ঘনো অন্ধকার
রাত জাগা পাখির মতো
আমি জেগে আছি ক্লান্ত চোখে;
দাবদাহের অনলে পুড়ে
আলো অাঁধারীর মায়াজালে
অশরীরী কোনো প্রানী
বাতাসের সঙ্গে মিশে হচ্ছে একাকার
[গাঢ়]যেন অতীতের প্রথম পুরুষ আমি[/গাঢ়]
[গাঢ়]বিচ্ছিন্ন সঙ্গীনীকে খুঁজে খুঁজে ক্লান্ত, [/গাঢ়]
[গাঢ়]আবার এসেছি ফিরে[/গাঢ়]
[গাঢ়]অজস্র যুগের পর[/গাঢ়]
[গাঢ়]ও আমার সত্ত্বায় লুকানো চেতনা[/গাঢ়]
[গাঢ়]শরীর ও মস্তিষ্কের কোষে কোষে[/গাঢ়]
[গাঢ়]সঞ্চারিত সুপ্ত বোধ[/গাঢ়]
[গাঢ়]তুমি জেগে ওঠো[/গাঢ়]
কালের স্রোতে দাবমান আমি
হোঁছট খেয়ে আবারো উঠে দাঁড়াই;
চারিদিকে নরকঙ্কালের হা পিত্তেশ
উহ্--!!
বিক্ষুব্ধ ঝঞ্জা বহমান রাত্তিরে
আজ বড্ড ক্লান্ত এ সমাজ
ধুলোমাখা পথ মাড়িয়ে
আবার এসেছি ফিরে
জীবনের সাঝ সাঝ রবে,
জীবন নাটিকা আজ ক্লান্ত প্রহসন;
[গাঢ়]আমায় ক্ষমা করো প্রভু[/গাঢ়]
[গাঢ়]এবার ঘুমুবো আমি[/গাঢ়]
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





