পোকারই মতো বেঁচে থাকি আমরা
রক্ত চক্ষু আর পিষে যাওয়ার ভয়াল নিশ্বাসে,
9টা-6টা কিংবা তারও অনেক বেশি
ডুবে থাকি প্রতিদিন কর্পোরেট লেবাসে।
হিসেব কষে চলতে হয় সব সময়
সুযোগ বুঝে চালাতে হয় নিয়তির তুলি;
ছোট্ট বাক্সে বন্দি আমাদের এই ছোট্ট পৃথিবী
বইয়ের মাঝে মুখটা গুঁজে শিখি মিছে বুলি।
ঘুরে ফিরে বারবার ফিরে আসি একই পথে
যতই ঘুরি তবুও পড়ে থাকি নীচে;
ঘূর্ণিচক্রে টালমাটাল জীবনের ভাঁজে
হাল আমাদের ধরবে কে আর পিছে।
হাঁটু গেড়ে মাথা নীচু করে বসে থাকি
কর্পোরেট ভাবনায়; ভূল স্বপ্নেরই আশায়,
চোখ বুঝে এগিয়ে যাই সবার মতো করে
চোরাবালির মাঝে; মন তবুও আমাকে ভাসায়।
টেলিভিশন-শত চ্যানেল এইতো অবসর
সস্তা রিক্যাপ আমাদের স্মৃতি জুড়ে থাকে;
একইভাবে, একই ছাঁচে নিজেদের গড়ি
পেছনে তাকাই পরম অবহেলায়, ক্লান্ত রাতের ফাঁকে।
আমার সুখের চাহিদার নেইকো শেষ
অবসন্ন, ক্লান্ত চোখ জুড়ে ঘুম; হিমেল বাতাসে
ঘুমের ঘোরে আবারো স্বপ্ন দেখা, ঘুম ভেঙ্গে
ফের দ্রুত ছুটে চলা কর্পোরেট অফিসে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




