জলের অভিজ্ঞান জানো না!
প্রাগৈতিহাসিক জলের ক্ল্যাসিক গন্ধ
শুঁকে নিয়ে দ্যাখো জলই সরল।
ধ্রুপদী জলের ধারায় জ্যামিতিক জীবন
আইল বাঁধা জমির ছকে মাটির যৌবন
ফসলের হাসি, আর.....
ভাটি স্রোতে ভাসমান আয়ুস্কাল
আদি মানুষের অন্তহীন মিছিল।
জলের বিজ্ঞান বুঝো না?
জলচক্রে ঘুরছে বিশ্বচক্র।
স্রষ্টার আরশ জলের ওপর
গড়িয়েছে সৃষ্টি জল সমুদ্রে
..........বাষ্প-
.................মেঘ-
.........................বৃষ্টি-
খালবিল নদী হয়ে-ফের সমুদ্রে।
জল নেবে জল!
দাও ভেজা চুলের ঘ্রাণ
বৃষ্টির মতো অবিরল।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৮ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



