চালতা বনের সবুজ উজ্জলতার ফাকে ফাকে নিকানো উঠান
যৌবনের সুঘ্রান ছড়ানো ভাত শালিকের আত্বিয়তা
ক্রমশ দেখেছিল মন্থরতা সেদিন বিভ্রান্তি আর বন্ধন বিমুখতায়
নিরব চোখের উজ্জলতা একদা মুছেছিল এক নিজস্ব অন্ধকারে।
আজো ফিরে আসে ক্লান্ত বাতাস শিশিরের শীতলতায়
আর মেঘেদের গর্বিত চরনে উষ্ণতা বিলায় রোদেলা দুপর।
কি এক নেশায় শীষ কেটে যায় আজো সেই মাতাল বাতাস
প্রেমের গন্ধ ছড়ানো সীমানা দেখানো হৃদ-ক্ষরনের আঙ্গিনায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




