একটা সময় ছিল বাড়ির বসার ঘরে মার্কস,লেনিন, এঙ্গেলস এর ফটো টাঙ্গিয়ে রাখার মধ্যে প্রকাশ পেত বাম তাত্ত্বিকতার আভিজাত্য। ব্যপারটাই ছিল এই রকম যে, যে যত চড়া বাম তার তত সমাজে দাম। আর তাই মধ্যবিত্তদের বসার ঘরে ছড়ানো থাকতো লাল বই আর দেয়ালে ঝুলত মার্কস,লেনিন, এঙ্গেলস এর 'টাইপ ফটো'( লাল বই, টাইপ ফটো এই কথাগুলোর মাধ্যমে আমি এতটুকুও অসম্মান করতে চাইনি সর্বহারার ঐ মহান ৩নেতাকে, এখনো আমি সমান আস্থায় অবিচল সর্বহারার মতবাদের প্রতি। আমি আসলেই খুব তাচ্ছিল্য জানাতে চেয়েছি সেই সব মধ্যবিত্তদের প্রতি)। যেহেতু মধ্যবিত্তরা তত্ত্বগত ভাবেই সুবিধাবাদী তাই এইসব মধ্যবিত্ত্বরা সমাজ-সুবিধার লোভে এবং আইডেনটিটি এ্যাডভানটেন্স পাওয়ার জন্য বেশী বেশী করে বাম সাজার ভান করতো।
এখনকার লিখিয়ে সমাজের কিছু মানুষের মাঝে বৈশিষ্টগত ভাবে মিল খুজে পাওয়া যায় সেই সময়ের 'চড়া বামদের সাথে। আমাদের স্বাধিনতা যুদ্ধের মিত্র শক্তি হিসাবে যেহেতু ভারত জড়িত ছিল সেহেতু স্বাধিনতার প্রেক্ষাপটে ভারত আমদের বন্ধু রাষ্ট্র এটা না মানা মানে ইতিহাস না মানা। সেই সাথে এই কথা চরম ভাবেই সত্যি যে, স্বাধিন সার্বভৌম বাংলাদেশের জন্মহতে আজকে প্রযন্ত প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র ছিলনা, এখনো নয়। বাংলাদেশের জন্য ভারত সব সময়ই প্রভুত্ব প্রতিষ্ঠা প্রত্যাশি এক বৈরী রাষ্ট্র। পাকিস্তানের বিরুদ্ধে যা বলার তা খুব স্পষ্ট। সেটা হলো যে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে স্বাধিন হয়েছি এবং পাকিস্তান এখনো আমাদের এই স্বাধিনতাকে সম্মান করতে রাজি নয়। ফলে পাকিস্তানের বিরুদ্ধে সব সময়ই দু'কথা লেখা যায়।যে কেউ-ই তা লিখতে পারে। মুশকিল হলো ভারতকে নিয়ে। ভারত আমাদের '৭১ বন্ধু রাষ্ট্র। আবার জলবায়ু, ভৌগলিক, বানিজ্যিক, রাজনৈতিক তথা সব ক্ষেত্রেই ভারত আমাদের জন্য প্রধানতম বৈরী, প্রতিপক্ষ এবং বিপদ জনক রাষ্ট্র। স্বভাবতই ভারতের বিরুদ্ধে বলার লেখার সুযোগ অনেক। এবং তা বলতে লিখতে পারাটা গৌরবের, মর্যাদাজনক। এই ব্যপারটা লিখনী জগতের সবাই জানেন। যে যত ভারতের বিরুদ্ধে বলবেন সে তত দামি তাত্ত্বিক। কিন্তু ভারতের বিরুদ্ধে বলার যতই থাক আর এই বলার মাঝে যতই জনপ্রিয়তা থাকনা কেন, তা বলতে হলেতো সেই বিষয়ে আগে নিজে জানতে হবে। অনেকেই আছেন ভারতের বিরুদ্ধে বলার মত এতযে যৌতিক বিষয় সেই সব বিষয়ের কথা কিছুই বলবেন না, বলতে জানেননা। কিন্তু ভারত বিরোধীতার জনপ্রিয়তার লোভে এমনসব কিছু বলবেন যা খুবি হাস্যকর। এমনসব কথা লিখবেন যেন ভারতের যা কিছু সমৃদ্ধি তা আমাদের কাছ হতে পাওয়া। এটা হলো সেই সব সুবিধাবাদী মধ্যবিত্বদের মত, যারা ব্যক্তি প্রয়োজনে বাম ঘরানার রাজনীতি করতো কিন্তু এখন সর্বহারার একনায়কত্বের মতবাদকে পরিত্যক্ত মতবাদ বলে গালি দেয়। ঠিক তেমনি এইসব আজকের ভারত বিরোধীরা যদি সুবিধা থাকেতো মহান ভারত বলতে দ্বিধা করবেনা। কারন এদের কোন স্বকিয়তা নেয়। এদের নিয়ে উৎসাহিত হওয়ার কিছু নেয়। এরা আমাদের কেউনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




