শিরোনাম:: 'নষ্টদেরই জয়জয়কার........'
মনন:: RIP Samrat.
লিখিত:: ৩০ মে ২০১০।
আজ শ্মশানে হেঁটে আসলাম
মৃত্যুময় নিরবতা ঘিরেছিল রাজপথ
দেয়ালে রক্তাক্ত উচ্চারণ তীব্র প্রতিবাদে
গহীনে যে পবিত্র ব্যথা গ্রথিত তারে
শুনাশুন মৌনতায় ওর নামে শোক
অস্ফুট হয়েছিল বিক্ষোভে।
সবগুলো মুখ স্থবির শোকাহত
ছিল দৃপ্ত গ্রীবা, মুঠিবদ্ধ প্ল্যাকার্ড,
শোকসন্তপ্ত ব্যনারের বিশাল জমিনে
সূর্যের প্রখরতা ম্লান হয়ে আসছিল।
ওর রক্তের দাগে এখনও সিক্ত মিছিলে
কোন উচ্চারণ ছিল না, তবু পদধ্বনি
থেকে 'ন্যায্য দফা' অনুলিপিত হচ্ছিল বারংবার।
আকাশে বাতাসে শোকমূহ্য পরিবারটির
কান্নার রোলে চেতনা ভারী হয়ে উঠছে...
তবু জানি সব কিছুর পর
সেই নষ্টদেরই জয়জয়কার,
দখলে চলে যাবে এই শোক-প্রতিবাদ।।
""গতকাল মৌন মিছিল, মানব বন্ধন করলাম। আগামী এক সপ্তাহ বুয়েটিয়ানরা কালো ব্যাচ ধারণ করবে। আমাদের দাবীগুলো মেনে শীঘ্রই বাস্তবায়ন হোক।""
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১০ রাত ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




