কোন অবহেলা নির্যাতনে পরে,
কশ্মিন কালেও যদি মনে পরে মোরে;
তখনো আসিও তুমি আছে দরজা খোল।
মম এ কবিতা আর গানের সুরে
ডাক যদি মোরে আপন করে;
তখনো আসিব আমি,
বেয়ে করা গাছের ভেলা।
তখন যদি না থাকে নিঃশ্বাস
ঘুড়িও কবরে চারপাশ
হয়ত পেয়ে যাবে কোন কুল।
কোন অপবাদ নিওনা মাথা পেতে
করিও দমন শক্ত হাতে
কভু করোনাকো ভুল।
স্বার্থের পৃথিবীতে থাকেনা চিরদিন,
একদিন যাবে, যায় চলে যায়;
যেতে উঠেছিল যারা নেইতো কেউ,
সবারি তো হয়েছে পতন, হয়েছে ক্ষয়।
কোন রাগ করোনা এ কথায়
যদি প্লাবন আসে চির তরে
এই কবিতার স্মৃতি ধরে
চলে এসো নিরালয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




