একটা সময় ছিল যখন দৈনিক ১৬ ঘন্টা গান শোনাটা একটা রুটিন ছিল। এই ১৬ ঘন্টা গান শোনা ছাড়া কিছুই করতাম না। মানে অন্যরা যেমন গান শুনতে শুনতে অনেক কিছু করে, আমি কিছুই করতাম না, শুধু গানের ভেতরে ঢুকে যেতাম। ব্যাপারটা আমার কাছে নেশার মতো হয়ে গিয়েছিলো, মাঝে মাঝে যখন গান ছাড়া কিছুক্ষন থাকতাম তখন টের পেতাম - মাথা ব্যাথা করতো, মাথা ধরে যেত (এই ব্যাপারটা কারো হয় কিনা বলতে পারবোনা, কিন্তু আমার হতো) ।
আমি হেডফোন ফ্রীক, totally into western rock music। কিন্তু হটাৎ মাঝে অনেকটা সময় মনের মতো কালেকশন পাচ্ছিলাম না (কোনো লিংক খুজে পাচ্ছিলাম না)। আমি ড্যান্স বিট, আরএনবি, হিপ হপ, র্যাপ খুবই অপছন্দ করি। মাঝের এই সময়টা তে free music sites, ঢাকার শপগুলো এই সব এ ছেয়ে গিয়েছিলো, আর তার সাথে ছিলো হিন্দি ড্যান্স রিমিক্স গানের ডালি আর দেশী কতগুলো ফিউশন। পুরোনো ২৫ গিগাবাইটের সংগ্রহ দিয়ে আর চলছিলো না, নতুন ভালো কিছু না পাওয়ায় কেমন যেন একটা অতৃপ্তি ঘিরে থাকতো......
কিন্তু মনে হয় আমার হতাশাটা ইদানিং কেটে যাচ্ছে, ভালো কিছু গান হাতে পাচ্ছি, শুধু ভালো না - অসম্ভব ভালো।
এখন যেই গানটি শুনছি সেটি - "Poets Of The Fall - Carnival Of Rust" (আমার হাতে নতুন এসেছে), অসম্ভব সুরেলা এই গানটি এবং সুন্দর কথা।
আরো কিছু যেগুলো ইদানিং শুনছি -
Him - Gone With The Sin (আমার হাতে নতুন এসেছে)
AudioSlave - Relevations (Album)
The Verve - Forth (Album)
এর মধ্যে আজকে পেলাম Metallica - Death Magnetic (যদিও হেভি মেটাল ব্যান্ড, কিন্তু আমার ভীষণ পছন্দের)।
অপেক্ষায় আছি আরো নতুন ভালো কিছুর।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



