এই ব্লগে এসেছি বেশীদিন হয়নি, অনেক ভালো লেখা পেয়েছি, মজার লেখা, কষ্টের লেখা পেয়েছি।
তবে আরেকধরনের লেখাও পেয়েছি - "কমেন্ট পাওয়ার জন্য লেখা (নোংরা পথে)"।
কিছু মানুষ কে এইখানে দেখা যায় কিছু বিতর্কিত বিষয়ে পোষ্ট করেন (এমনকি মানুষের ব্যাক্তিগত অথবা সমষ্টিগত অনুভুতি গুলোকে আঘাত করে)।
এই সব পোষ্টকে আমি খারাপ বলি না যদি সেই পোষ্টগুলি যুক্তি, বুদ্ধি এবং বিশ্লেষন দিয়ে উপস্থাপন করা হতো। কিন্তু বেশীরভাগ পোষ্টেই এগুলোর বালাইও দেখা যায় না, বরং দেখা যায় যুক্তিহীন উস্কানিমূলক কথাবার্তা, এবং ঐ বিষয়টি নিয়ে তার যথেষ্ট জ্ঞানের অভাব থাকা সত্বেও তার দাম্ভিকতা। কারণ বেশীরভাগ প্রশ্নের উত্তরই ঐসব তথাকথিত বিজ্ঞ লেখক এড়িয়ে যান, উল্টো অসংলগ্ন কথায় প্রশ্নকর্তাকে নাজেহাল করেন।
এখন বুঝতে পারি তারা এই কাজগুলো কেন করেন - "লাইমলাইটে আসার জন্য"। সাধারন সমাজে আমি এদের দেখে দেখে অভ্যস্ত, পারতপক্ষে আমি এদের এড়িয়ে চলি এবং ঘৃনা করি। এখানেও এদের দেখছি এবং চিনে রাখছি।
শুধুমাত্র কমেন্ট পাওযার জন্য এইসব পোষ্ট এ নিজের মাইনাসটুকু খরচ করতেও বাধে এখন, কমেন্ট তো দুরে থাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



