ভালবাসব যখন তুমি স্মার্ট
ভালবাসব যাই হও না তুমি
শুরু থেকে শেষাবধী।
ভালবাসব যদি তুমি হও লম্বু
ভালবাসব যদি তুমি হও বাট্টু
ভালবাসব যদি তুমি হও সুশ্রী
কিংবা কুৎসিত মূর্খ কাফ্রি।
ভালবাসব যদি তুমি হও হীনা দন্ত
ভালবাসব যদি তুমি হও অন্ধ
যা কিছু বিসদৃশ তোমার মাঝে
সে সবই সুন্দর আমার কাছে।
আমার হৃদয় এখন খুলে গেল
যা সে সচারচর করেনা,
দেখি সেই সব ক্ষত যা তোমার হৃদয়ে
এবং প্রায়শই ভাবি সে সব অনুভবে।
আমি ভালবাসব তোমায় কাল
আমি ভালবাসি তোমায় আজ
আমি ভালবাসি তোমায় সারজীবন
এবং সর্বদা সরাজীবন।
--[ইটালিক]অনুবাদঃ পথিক, কক্সবাজার 2006[/ইটালিক]
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৬ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



