সিগারেটের দু দুটো প্যাকেট, দু'্থটোই খালি,
ভীষণ ধোঁয়ার তৃষ্ণা তখন প্রাণে,
এককী বদ্ধ ঘরে নিরালার নির্জনতায়
সে তৃষ্ণা আমার মেটেনা ।
সাদা কালো চাদরে ঢেকে আছে
বিশাল বিছানা; এককী শুয়ে এক কোনায়,
আশেপাশে শূণ্য শূণ্য সাদাকালো
অনবাদী জমিন;
ভীষণ ধূসর শূণ্যতা, সঙ্গ পাবার তৃষ্ণা;
প্রচন্ড একাকীত্বের নির্জন রাতে সঙ্গ মেলেনা।
জানালার বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কাচে পাতাদের ছায়া,
বারান্দায় ল্যাম্পপোষ্টের আলোয় কয়েকটা
পোকামাকড়ের বুক ঠেলে ঁেহটে চলা;
চারপাশে গুমোট গুমোট অন্ধকার;
অন্ধকার ছোঁয়ারও জাগে তৃষ্ণা,
অন্ধকারে নিজেই মিশে যাই, ঘুম আসে
অন্ধকার ও আর ছোঁয়া হয়না।
২০/০৫/২০০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


