তোমার স্মৃতির আঁধারে।
দক্ষিণের সদা খোলা জানালায়
মাকড়শা বুনেছে জাল।
জানালার ওধারে বাতাসের ব্যর্থ
আস্ফালন দেখে ঘেমে ওঠে সারাদেহ
আর মাথার ভেতর কেবলই পড়তে
থাকে অয়োময় কোন হাতুড়ির বাড়ি...
মাথা যেন ঝুকে পড়ছে নিচে
গভীর থেকে গভীরতম খাদে;
হঠাৎ করে যেন পুরো চেতনা বোধও
হারিয়ে গেল তোমার স্মৃতির আঁধারে;
দু্থটো হাত যেন অবশ হয়ে আছড়ে
পড়ল রঙিন কারু বিছানায়...
জ্বলন্ত সিগারেটখানা মেঝেতে
লুটায়ে গড়াগড়ি দিল বৃথাই কয়েকটা
এবং একসময় নিভে গেল সংগ্রামী আগুন।
অনেকটা সময় পরে...
খাদের গভীর হতে উঠে এল মাথা,
মুখে অন্ধকারের ঝাপটা,
হালকা বাতাসের মৃদুল ছোঁয়া আর
ঝিরিঝিরি বারির ফোঁটার পরশ।
বাইরে রাতের আঁধার কালো,
ভেতরে আঁধার, তোমার স্মৃতির;
এ দু'য়ের মাঝে জড়সড় আমি...
আমাকে চেপে ধরেছে গুমোট
আঁধারের বিভীষিকা।
...শুধু কবিতাই হারায়নি, সে
আঁধারে হারিয়েছে
চেতনার সবটুকু এবং আমিত্ব
এবং কানে বাজছে ভেতরকার আঁধার হতে
এক নারী কণ্ঠের অট্টহাসি অবিরত।
//২৩.০৪.২০০০
আমার অনাগত কবিতার বইয়ে কথা ছিল এ কবিতাটির স্থান পাবার ... কিন্তু পায়নি। কেন জানি উপযুক্ততা হারিয়েছে বই এর অন্যান্য কবিতার মাঝে, কেন জানি। হয়তো নতুন বই এ একটু ভিন্নতা নিয়ে এক্সপেরিমেন্ট কর ার জন্য, অথবা এ কবিতাকে হালকা বোধের মনে হবার জন্য অথবা ইচ্ছে ই হলোনা তাই। ...কবিতাটি যখন লিখেছিলাম 2000- সালে পেছনে কি কারন ছিল মনে পড়েনা। 2002 সালে হলে মানাত ...2002 এর কথা কিভাবে 2000 সালে লিখলাম ভেবে অবাক হলাম আজ এখানের জন্য এমএস ওয়ার্ডে লিখতে বসে।
--------------পথিক!!!!!!!
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৬ রাত ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



