যদি কলমটা কাগজে চেপে ধরতাম আর
কবিতা লেখা হয়ে যেত...
যদি তোমার পানে চেয়ে থাকতাম আর
ভেজা ঠোঁট এ উষ্ণ ঠোঁট ছুঁয়ে যেত...
যদি পথে দৃষ্টি মেলতাম চোখের পাতা খুলে আর
পথ দূর হতে দূরে নিয়ে যেত...
যদি চোখ বুজে তোমায় ভাবতাম আর
হাতে রেখে হাত পাশে পাওয়া যেত...
তখন আমি অন্যরকম হতাম
তখন আমি স্বপ্ন দেখতাম না, আর
তখন হয়তো আমি চিনতাম না এই নিজেকেই।
26/2/2002

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

