বিস্মৃতির অস্পষ্টতায় হয়নি একাকার,
তাকে আটকেছি বাঁধনে ভার্চুয়াল জগতে।
বাম হাতে বেধেছি শিকল , ঝুলিয়ে দিয়েছি নিচে।
অচেনা অনেক পথ তাই পাড়ি দিয়ে ফেলেছ সাথে
সাথে সে শিকল আর তবুও তার ওপর মাথা
আটকে রেখেছে ঠিকই সেই দরজা।
সেই দরজা কত কত চেনা...
ছুঁয়ে দেখেছে প্রাণ তাকে কত কত বার...
সেই দরজার ওপাশে চলে গেলে
বঞ্চিত হতে হবে নিশ্চিত কত কত কিছু হতে।
তবুও সেই দরজার ওপাশে যাবার আকর্ষন অযুত প্রবল...
জিইয়ে রেখেছি মনে প্রাণে তব আকর্ষন চির,
তাইতো আজও সেই দরজাতে শিকল সৃষ্ট বন্ধন।
৫/২/২০০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

