আশা ভরসার বরষা সহসা আসি,
স্নিগ্ধ শিতল স্মিত হাস্যের বাশী।
জুরায় হৃদয় দেহ মন আর প্রান,
তাইতো আজিকে লিখে যাই এই গান।
মিষিট সুরভী করবী বকুল বনে,
ময়ুর নাচিলো পেখম তুলিয়া সনে।
অমবর জুরে আরমবড় কে দেখে,
চিত্ত আজিকে নেচে যায় একেবেকে।
হিমেল ছোয়া তপ্ত প্রানের পর,
মিটিলো প্রখর গ্রীষ্ম ভয়ংকর ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





