1
কাল বোশেখীর ঝরে, কোথায় গেল উড়ে, দূর সে অজানপুরে, অজানা কোন সুরে।
পাগল হাওয়ার দোলা, শুধুই আত্মভোলা,ভিজে কাকের দল, দামাল ছেলের ছল।
আমতলাতে মধু , বৈশাখেরী জাদু, যাবি নাকি তুই? বলনা আমায় সই?
2
মন টা দেখি আনন্দেতে ভরে;
অনু কথার কাব্য পড়ে, তো্মায় মনে পরে ,
কাগজ কলম ভাবের ধারার ফল্গু কেমন ঝরে।
আবার কখন স্তব্ধ হয়ে শব্দ হাহাকারে
ভেসে গিয়ে সব-ই হারাই খুজি আমি যারে,
অধর আমার কাপছে আজি চিন্তা ভ্য়ঙ্করে
তবু আজি মন টা দেখি আনন্দেতে ভরে।।
3
অবশেযে, দিন শেষে দেখা হল মোহানায়
তুমি আমি মিলেছি যে আজ ভরা জোছনায়।
কথা ছিল কতশত সে টা যদি জানতে
মনে এল ফিরে সুর আজি এ দিনান্তে
একা একা তাণ বেধে আমি শুধু বসে রই
কত খানি ভালবাসি সে কি তুমি বোঝ সই?
4
ভাল থাকা শুধু হাত দুটি ধরে,
পাছে তুমি যাও যদি সরে;
অজানার পথ ধরে
সন্তরপনে
ক্ষণে ক্ষণে
তোমায় চাওয়া।।
5
যাব কোন পথে বলে দিয়ে যেও মোরে
আমি পথভোলা মনের অন্ধকারে
প্রান্জল এক দিশা দাও ,এই বিহ্বল যাচনা,
ভবঘুরে আমি আর কত বল, দিশাহিন সাধনা?
6
রাত অনেক হল প্রহর গেল কেটে
এখন তুমি আছ জেগে,
সুখ - দুখঃ বেটে?
পলক দেখ বুজবে বলে
অপলকে চেয়ে,
আমার বলা নাই বা হলো,
কাল শোনাব গেয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





