কেউ আছো?আমি এসেছি, প্রহরের পর প্রহর গুনে শেষে,
অবশেষে, প্রথম প্রহরে, মহিমায় নিজ বেশে।।
একটু হেসে দাও গো আমায় সাড়া, আমি দিশেহারা,
সুখধারা বহিছে এখনো পলাশের রঙ ধরে;
বকুল সুরভী হিল্লোল তোলে মনো অঙ্গন পরে,
তুমি আছো ? দাও সাড়া , সাড়া দাও এসে মোরে,
থেকোনা গো সরে দূরে,
অনন্ত ওপারে দেখা হবে কি না হবে, কে জানে ?
ভেবে সেই পানে , নাই আজ সুর গানে,
মন আর নাহি মানে।
সাড়া দাও মোরে,তুমি কি আমা্য আপন করে নেবে?
আমি এসেছি,প্রহরের পর প্রহর গুনে শেষে,
ভালবেসে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





