


আপনি কি একজন যুবতী?
সুঠাম দেহের অধিকারী?
ফেসবুকে ২০০০০ ফলোয়ার চান?
নিজেকে সেলেব্রেটি বানাতে চান?
মাত্র ৫টি ধাপেই আপনি হয়ে উঠবেন টক অফ দ্যা কান্ট্রি, জাতীয় ক্রাশ এবং সেলেব্রেটি।
যা যা লাগবেঃ
১) একটি ক্যামেরা সহ মোবাইল
২) ইন্টারনেট এবং ফেসবুক আইডি
৩) সামান্য শরীর দোলানো
নিমোক্ত ধাপ গুলো অনুসরণ করুনঃ
১) মোবাইলের ক্যামরা অন করুন (ভিভাভিডিও বা যেভাবেই হোক)
২) মোবাইলটি এমন জায়গায় রাখুন যাতে আপনার পুরোটা ভিডিও হয়
৩) হিজাব উড়না খুলুন (এক্ষেত্রে জামাটা টাইট হতে হবে)
৪) শরীর ঝাঁকিয়ে বেসুরা সুরে গেয়ে উঠেন অথবা ময়ূরীর নাগীন ড্যান্স দিতে পারেন যেটি অবশ্যই রেকর্ড হবে।
৫) ফেসবুকে আপলোড দিন
কনগ্রাচুলেশন, আপনি আগামী কয়েক ঘন্টার মধ্যে সেলেব্রেটি হয়ে যাচ্ছেন।
কাজ হয়নি?
তাহলে ৩য় ধাপে হিজাব,উড়নার সাথে উপরের জামাটিও খুলে ফেলুন আর ৪র্থ আর ৫ম ধাপ আগের মত অনুসরন করুন।
কনগ্রাচুলেশন, এইবার আপনি শিওর সেলেব্রেটি।
টিউটোরিয়ালটির জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে না
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




