শহীদুল ইসলাম প্রামানিক
শহরের এক ঘেয়েমি জীবন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কয়েকদিন আগে গ্রামে গিয়েছিলাম। কিছু ছবি তুলে এনে ছিলাম, ছবিগুলি নিচে পোষ্ট করা হলো।
ছবি-০১

সন্ধার পূর্ব মুহুর্তে হাঁসেরা নদী থেকে বাড়ি ফিরছে।
ছবি-০২

চরের খোলা মাঠে গরু চড়ানো হচ্ছে।
ছবি-০৩

নদীর পাড়ে পাট খড়ির গাদা।
ছবি-০৪

হাঁটু পানিতে নেমে মাছ দেখছে।
ছবি-০৫

গ্রামের একটি বাড়ি।
ছবি-০৬

মরিচ ক্ষেত।
ছবি-০৭

গম ক্ষেত।
ছবি-০৮

গ্রামের বাড়ির একটি খড়ের গাদা।
ছবি-০৯

পানির অভাবে জেলেদের নৌকা অল্প পানিতে আটকে আছে।
ছবি-১০

নদী মরে যাওয়ার অবস্থা।
ছবি-১১

গ্রামের নির্মল চেহারার দুই পিচ্চির কি সুন্দর হাসিমাখা চাহনী।
ছবি-১২

নদীতে পানি নাই নৌকা চলাচল করতে না পারায় অল্প পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।
ছবি-১৩

খেয়া নৌকা।
ছবি-১৪

পাকা ভুট্টা।
ছবি-১৫

ভুট্টা ক্ষেত।
ছবি-১৬


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



