
শহীদুল ইসলাম প্রামানিক
কানাই বলে কুঁজো
কেমনে হলে গুঁজো
সকাল বিকাল করিস নাকি মা লক্ষ্মির পুঁজো?
উপুর হয়ে হেঁটে
খাচ্ছিস আঁটি চেটে
এমনি করে খেলে পরে আঁশ কি রে তোর মেটে?
মাথায় রসের হাঁড়ি
যাচ্ছিস তাড়াতাড়ি
অতো জোরে হেঁটে যাচ্ছিস কোন গ্রামে ছাড়ি?
বলিস না তো কথা
একদম নিরবতা
এই ভাবেতে আর কতক্ষণ থাকবি যথা তথা?
হর হামেশা আসিস
খুক্ খুক্ করে কাসিস
আষাড় মাসের জল পেলে রে ইচ্ছে মতো ভাসিস।
সামনে আগ্রাণ মাসে
ধান খাবে যে হাঁসে
ধান পাহারায় থাকবি নাকি ক্ষেতের আশেপাশে?
তোর সাথে যে আমি
থাকব দিবস যামি
দুইজনেতে গল্প করব অনেক দামি দামি।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



