
কলমি গাছের ফাঁক দিয়ে নদীর দৃশ্য।
(২)

ছেলেটার যাওয়ার কথা কুয়াকাটা। আমার গ্রামে যাওয়ার কথা শুনে কুয়াকাটা ফেলেই আমার পিছে পিছে দুই ভাইয়ের দৌড়। অবশেষে কুয়াকাটার সাধ মেটালাম নৌকায় তুলে যমুনা নদীর জলে ভেসে ভেসে। মনের আনন্দে বড় ছেলে নৌকা ঠেলার লগি নিয়ে কসরত করছে।
(৩)

এই পিচ্চি আমার ছোট ভাইয়ের মেয়ে। একেও পিছন ছাড়াতে পারি নাই।
(৪)

বানের জলে নৌকা না থাকলে কলাগাছের ভেলাই বড় সম্বল হয়ে যায়।
(৫)

সদ্য জেগে উঠা চর।
(৬)

চরে নতুন মাটি পড়েছে।
(৭)

উপায় নাই, ঘর থেকে বের হয়ে কোথাও যেতে হলে নৌকায় যেতে হবে।
(৮)

এত বড় নৌকায় ঘুরে বাড়ানোর যাত্রী আমরা মোটে পাঁচজন অতিরিক্ত ঐ নৌকার মাঝি।
(৯)

অপেক্ষা করছে কলাগাছের আস্ত ভেলা। কিন্তু সমায়ের অভাবে চড়া হয়নি।
(১০)

কারো পৌষ মাস কারো সর্বনাশ। কে উ পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় আবার কে উ কে উ ঐ দৃশ্য দেখে মজা পায়। এখানেও তাই হয়েছে। আমাদের মত অনেকেই গিয়েছে বানের জলে ভাসা দৃশ্য দেখতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


