
সামু ছাড়া ছিলাম মানসিক রোগে
হঠাৎ করেই ঢুকে গেলাম ব্লগে
কি আনন্দ, কি করে যে বুঝাই
এমন খুশির ভাষাই যেন নাই
মনের আনন্দে ছন্দ লিখে গেলাম
নতুন পুরান কয়েক জনকে পেলাম
ব্লগারদের চোঙা ফুঁকে জানাই
আগের মতই ব্লগে উপস্থিত চাই।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




