দেহপসারী
প্রতিবিম্বের দিকে চেয়ে থেকে ঘৃণার চোখে
নিষ্পাপ অতীতের স্মৃতি হাতড়ে বেড়ায় মন
দুরন্ত দুর্বার শৈশব সোনালী কৈশর পলকে ভেসে যায়
ফেলে যায় কয়েক ফোটা নোনা জল
বদ্ধ দেয়াল জুড়ে ঘুরে বেড়ায় হাহাকার
পাশবিকতার নিদর্শনগুলো ফেটে পরে অট্টহাস্যে
তবুও এই রুদ্ধ দেয়ালের ভেতরেই বেঁচে থাক তুমি
তোমার গন্ধে ছুটে আসে হায়েনার দল
ছিঁড়ে কুঁড়ে খায় তোমার দেহটাকে
কারন তোমার অপরাধ তুমি নারী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




